গাজীপুরে করোনায় ইউপি সদস্যের মৃত্যু
বি এ রায়হান, গাজীপুর:
করোনায় আক্রান্ত হয়ে আব্দুল কুদ্দুস আজাদ (৭৮) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন তিনি। সোমবার রাত ১০ টার দিকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৌচাক ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আরিফুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। গত বৃহস্পতিবার করোনা রিপোর্ট পজিটিভ আসলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, আব্দুল কুদ্দুস আজাদ দীর্ঘ ২৫ বছর যাবৎ মৌচাক ইউনিয়ন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসাবে নির্বাচিত হয়ে আসছেন।
গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গেল ২৪ ঘন্টায় গাজীপুরে ৪৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৯২ জন নূতন করোনা পজিটিভ হয়েছেন। করোনায় এ যাবতব মারা গেছেন সর্বমোট ১৫১ জন। এ পর্যন্ত গাজীপুরে ৬৯ হাজার ১৮২ জন মানুষের নমুনা পরীক্ষা করে মোট রোগী পাওয়া গেছে ৮৭৯০ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৭৬৪০ জন।